1. iznithazureahe@web.de : cruzkyle5796820 :
  2. admin@bartasaradin.com : dewan :
  3. lyssa@g.makeup.blue : jessicawolford4 :
  4. collinshears@hidebox.org : joleenwolf65131 :
  5. kathisterner86@awer.blastzane.com : kathisterner4 :
  6. carr@g.1000welectricscooter.com : kimberlyquillen :
  7. florenemccafferty@hidebox.org : kristindarke :
  8. manualelyard37@make.verywd.com : manualelyard050 :
  9. alec@c.razore100.fans : stuartshumack24 :
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

বিশ্বকাপ শেষ হলেই আর অধিনায়ক থাকবে না সাকিব

বার্তা ডেস্ক
  • সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
সাকিব আল হাসান

তামিম ইকবাল বোমা ফাটিয়েছিলেন বুধবার বিকেলে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে। সাকিব আল হাসানও কম যান না। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগেই ক্রীড়া ভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসে একটি সাক্ষাৎকার দিয়ে গেছেন সাকিব আল হাসান। রাত ১১টায় প্রচারিত সাকিবের সেই সাক্ষাৎকারে তামিমের তোলা অনেক অভিযোগেরই জবাব আছে। পাশাপাশি সাকিব কথা বলেছেন নিজেকে নিয়ে, বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়েও।

সাক্ষাৎকারের শেষ দিকে এসে প্রশ্ন করা হয়েছিল, সাকিব তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন, উত্তরটা বাংলাদেশ অধিনায়ক দিয়েছেন বেশ সরাসরি ভাবেই, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার আমি যদি দেখি, এখন পর্যন্ত, ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি।’

সাকিবকে জিজ্ঞেস করা হয়, এটা তো ওয়ানডে সংস্করণের জন্য, তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ওয়ানডের জন্য।’ তাহলে টি-টোয়েন্টি আর কত দিন খেলবেন সাকিব? ‘২০২৪ বিশ্বকাপ, দ্যাটস ইট’—সাকিবের উত্তর। আর টেস্ট? ‘হয়তো আরও আগেই ছেড়ে দেব’—সাকিব সরাসরিই জানিয়ে দেন। তার মানে সবকিছু মিলিয়েই ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফির পর সাকিবকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। তবে সাকিব তাঁর উত্তরের শুরুতেই বলেছেন, এটা এখন পর্যন্ত তাঁর ভাবনা। পরে এই ভাবনা যে বদলাতেও পারে, সেটাও বলেছেন, ‘হু নোজ, ভবিষ্যৎ কে বলতে পারে!’

তামিম ওয়ানডে অধিনায়কত্ব ছাড়াই হুট করেই ওয়ানডের নেতৃত্ব নিতে হয় আগেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে থাকা সাকিবকে। গুঞ্জন আছে, সাকিব নাকি সেই সময় বেশ কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। সেসবে রাজি হওয়ার পরেই ওয়ানডেতে অধিনায়কত্ব নিতে রাজি হয়েছেন তিনি।

এ নিয়ে প্রশ্ন করা হলে সাকিবের উত্তর, একটা শর্তও দিইনি। কেউ যদি বলে আমি একটা শর্ত দিয়েছি যে আমি এটা চাই, এ রকম হলে ভালো হতো, কিন্তু কেউ বলতে পারবে না। একটা শর্তও না। যখন আমি এগুলো খবরে দেখেছি, আর শুধু হেসেছি। কখনো বলিনি। এখনকার যে বাস্তব পরিস্থিতি আছে, আমি এই বিশ্বকাপ পর্যন্তই অধিনায়কত্ব করব। একদিন পরেও না।’

সাক্ষাৎকারে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন সাকিব। যাতে আছে আশাবাদ, ‘আমি বিশ্বাস করি, আমরা এই বিশ্বকাপে ভালো কিছু করেই ফিরবো। আপনাদের সমর্থন থাকলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
© All rights reserved © 2023 bartasaradin
Theme Dwonload From ThemesBazar.Com